স্বদেশ ডেস্ক:
বাগেরহাট -৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি ১৯৯১ সালে বাগেরহাট -১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৯ সালে বাগেরহাট-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
তার একমাত্র ছেলে ড. মাহমুদ হাসান বিপলু খুলনা ইউনিভার্সিটির শিক্ষক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বাগেরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে দীর্ঘ ৪০ বছর ধরে দায়িত্বে ছিলেন।