রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৯ অপরাহ্ন

ইরানি ক্ষেপণাস্ত্রে বিধ্বস্ত ইউক্রেনের বিমান!

ইরানি ক্ষেপণাস্ত্রে বিধ্বস্ত ইউক্রেনের বিমান!

স্বদেশ ডেস্ক: বুধবার সকালে ইরাকে মার্কিন ঘাঁটির ওপর ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টার মধ্যেই তেহরানের বিমানবন্দরে উড্ডয়নের পর পরই দুর্ঘটনায় ভেঙে পড়ে ইউক্রেনের একটি বিমান৷ পর মুহূর্তেই আগুন ধরে যায় বিমানের ইঞ্জিনে৷ ১৭৪জন যাত্রীসহ বিমানকর্মীর মৃ্ত্যু হয় এই দুর্ঘটনায়৷ ইরান জানিয়েছে, যান্ত্রিক ক্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে। তবে আমেরিকা ও ইরাকের দাবি যে ভুল করে ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স রোয়িং-৭৩৯ বিমানের ওপর হামলা চালিয়েছে ইরান৷

বুধবার ভোর থেকে ইরাকে অবস্থিত মার্কিনসেনার বেসক্যাম্পে মিসাইল হমলা করে ইরান৷ তাদের সামরিক কমান্ডার সুলাইমানি হত্যার বদলা নিতেই এই হামলা বলে জানায় ইরান৷ এর ফলে ৮০জন মার্কিন ‘সন্ত্রাসবাদীর’ মৃত্যু হয়েছে বলে দাবি করে ইরান সরকার৷ তবে এই হামলায় কারো মৃত্যু হয়নি বলে পাল্টা দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ কিন্তু এই যুদ্ধ ও হামলার বাতাবরণেই ভুল করে সাধারণ যাত্রীদের নিয়ে উড়ে যাওয়া ইউক্রেনের বিমানে হামলা চালিয়েছে ইরানই, দাবি মার্কিন যুক্তরাষ্ট্রের৷ স্যাটালাইট, রাডার ও ইলেকট্রনিক ডেটার ভিত্তিতে এই দাবি করা হয়েছে৷

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইউক্রেন বিমান ভেঙে পড়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন৷ তেহরানে যেভাবে দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি তাতে ইরানের ভুল থাকতে পারে মনে করেন তিনি৷ তিনি বলেছেন যে অনেকে বলছেন এটা যান্ত্রিক ত্রুটি তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা কোনো কারণ হতে পারে৷ নিশ্চয়ই এই দুর্ঘটনার পিছনে অন্য কোনো কারণ রয়েছে৷ তাদের এই দাবিকে সমর্থন করেছে ইরাকও৷ যদিও এই নিয়ে এখনো মুখে খোলেনি ইরান৷

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877