মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৬:২৫ পূর্বাহ্ন

তেহরানে ইউক্রেনের বিমান বিধ্বস্ত; নিহত ১৭৬

তেহরানে ইউক্রেনের বিমান বিধ্বস্ত; নিহত ১৭৬

স্বদেশ ডেস্ক:

ইরানের তেহরানে ইমাম খোমেনী আন্তর্জাতিক বিমানবন্দরের অদূরে পারান্দ এলাকায় ইউক্রেনের একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৭৬ জন আরোহীর সবাই নিহত হয়েছে। এর মধ্যে ১৬৭ জন যাত্রী ও ৯ জন ক্রু রয়েছে।

সেখানে এখনও উদ্ধার তৎপরতা চলছে।

ইমাম খোমেনী বিমানবন্দর সিটির মুখপাত্র আলী কাশানি বলেছেন, উড্ডয়নের পর বিমানটিতে আগুন ধরে যাওয়ায় তা বিধ্বস্ত হয়েছে। নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

যান্ত্রিক ত্রুটির কারণে ইউআইএ এয়ারলাইন্সের পিএস৭৫২ বিমানটি এক ঘণ্টা দেরিতে তেহরানে ইমাম খোমেনী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এবং এর কিছুক্ষণ পর তেহরানের পারান্দ শহরের কাছে বিধ্বস্ত হয়।

বিমানটি তেহরান থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে যাচ্ছিল। পার্সটুডে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877