স্বদেশ ডেস্ক: আওয়ামীলীগের সভাপতিমগুলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, বেগম খালেদা জিয়ার জামিনের বিষয়টি সম্পুর্ণ নির্ভর করে আদালতের উপর। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রীম কোর্টে বিচারাধীন মামলায় সরকারের হস্তক্ষেপের প্রশ্নই ওঠে না। বরং বৃহস্পতিবার বিএনপিপন্থী আইজীবীরা দেশের সর্বোচ্চ আদালতে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন তা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। তারা আইন মানে না, নিয়মনীতি মানে না, আদালত মানে না। তারা রাজনীতির মাঠ ছাড়িয়ে আদালতেও নৈরাজ্য সৃষ্টি করতে চায়। ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে আদালতই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন। আদালতে বিএনপিপন্থী আইনজীবীদের এমন আচরণে প্রধান বিচারপতিও উষ্মা প্রকাশ করেন।
শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে মুলিবাড়িতে শহীদ এম মনসুর আলীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে ‘সরকারের হস্তক্ষেপে খালেদা জিয়ার জামিন হচ্ছে না’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের অভিযোগ বিষয়ে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বিএনপিকে উদ্দেশ্যে বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে তারা সঠিক পথে রাজনীতি করুক এটা জনগণের কাম্য। তা না হলে ভবিষ্যতে আরো খেসারত দিতে হবে বলেও তিনি মন্তব্য করেন।