স্বদেশ ডেস্ক:
বগুড়ার নন্দীগ্রামে তুচ্ছ ঘটনায় গৃহবধুর মাথার চুল মুড়িয়ে ন্যাড়া করে দিয়েছেন স্বামী। বৃহস্পতিবার রাতে উপজেলার ইউসুফপুর গ্রামে এ ঘটনার পর শ্বশুর বাড়ির লোকজন মারজিয়া আকতার রূপালী নামের ওই গৃহবধূকে বাড়ির একটি ঘরে আটকে রাখেন। শুক্রবার সকালে রূপালী তার বাবা-মাকে খবর দিলে তারা এসে তাকে উদ্ধার করেন। পরে পুলিশ রূপালীর স্বামী মোশারফ আলীর পুত্র মোরশেদুল ইসলামকে আটক করে।
নন্দীগ্রাম থানার ওসি শওকত কবীর জানান, বৃহস্পতিবার দুপুরে রূপালীর হাত থেকে আচারের বয়াম মেঝেতে পড়ে ভেঙে যায়। এ নিয়ে শাশুড়ি বেবি বেগমের সাথে তার ঝগড়া হয়। স্বামী মোরশেদুল রাতে বাসায় ফিরে এ ঘটনা শুনে স্ত্রীকে বেধড়ক মারপিট করেন। একপর্যায়ে তার মাথার চুল মুড়িয়ে ন্যাড়া করে দেন। ঘটনার পর স্বামী ও শাশুড়ি রূপালীকে একটি ঘরে আটকে রাখেন।
শুক্রবার সকালে রূপালী কৌশলে মোবাইলফোনে নাটোরের সিংড়া উপজেলায় তার বাবা-মাকে খবর দিলে তারা এসে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ইউসুফপুরে গিয়ে রূপালীর স্বামী মোরশেদকে আটক করে। এ ঘটনায় রূপালীর মা মঞ্জুয়ারা বেগম দুপুরে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন বলে ওসি শওকত কবীর জানান।
গৃহবধূর মা মঞ্জুয়ারা বেগম জানান, ৯ মাস আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে মটরসাইকেল কিনবে বলে শ্বশুর বাড়িতে চাপ প্রয়োগ করে। শ্বশুর ৫০ হাজার টাকাও দেয়। পরে আবার মাছ চাষ করার জন্য দুই দফায় ১ লাখ টাকা নেয় মোরশেদুল।