স্বদেশ ডেস্ক:
খালেদা জিয়ার মুক্তির দাবীতে সুপ্রিম কোর্টে বিক্ষোভ সমাবেশ করেছেন আইনজীবীরা। প্রতিবাদ সমাবেশে আইনজীবীরা বলেন, খালেদা জিয়া দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী হওয়ায় মিথ্যা মামলা দিয়ে তাকে আটক রাখা হয়েছে। খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত আইনজীবীরা আন্দোলন চালিয়ে যাবে।
রোববার সুপ্রিম কোর্ট বার ভবনে খালেদা জিয়া মুক্তি আইনজীবী পরিষদের উদ্যোগে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের বিএনপি সমর্থক আইনজীবীরা বিক্ষোভ সভা করেন।
এডভোকেট এস এম জুলফিকার আলী জুনুর সভাপতিত্বে এড.এম আমিনুল ইসলাম মুনিরের সার্বিক তত্বাবধানে এডভোকেট শামসুল ইসলাম মুকুল ও এড.হেমায়েত উদ্দীন বাদশার উপস্থাপনায় এ সভায় বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের সভাপতি, ঢাকা ট্যাক্সেস বারের সাবেক সভাপতি এডভোকেট আব্বাস উদ্দিন, এডভোকেট আলহাজ্জ্ব মোঃ মোসলেম উদ্দিন, এড.মনির হোসেনএডভোকেট এখলাস ভূইয়া, এডভোকেট ডঃ হামিদুর রহমান রাশেদ, এডভোকেট আবুল কাশেম রাজু, এডভোকেট মোঃ সাঈদ হাসান বক্তিয়ার, এডভোকেট একেএম মোক্তার হোসেন, এডভোকেট নাহিদ সুলতানা, এডভোকেট নাসরিন হেনা, এডভোকেট শাহিন, এডভোকেট সাবিনা ইয়াসমিন লিপি, এডভোকেট শেখ সালাম, এডভোকেট টিপু সুলতান, মোঃ রবিউল হোসেন, এডভোকেট আকবর হোসেন, এডভোকেট এমদাদুল বশির, এডভোকেট ওয়ালিওল ইসলাম শুভ, এডভোকেট মহীদ উদ্দিন জুবায়ের, এডভোকেট মনিরুজ্জামান, এডভোকেট রিপন আলী, এডভোকেট ওবায়দুল ইসলাম, এডভোকেট রুবি চিশতি প্রমূখ।