মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৬:০১ পূর্বাহ্ন

১৫ বছর বয়সে অনু মালিকের নোংরামির খপ্পরে পড়েছিলাম : শ্বেতা পন্ডিত

১৫ বছর বয়সে অনু মালিকের নোংরামির খপ্পরে পড়েছিলাম : শ্বেতা পন্ডিত

স্বদেশ ডেস্ক ॥ গায়িকা শ্বেতা পন্ডিতও অনু মালিকের নোংরা হাতের ছোঁয়া থেকে পার পাননি। এমনই অভিযোগ খোদ গায়িকার। বলিউডে #গবঞড়ড় আন্দোলন শুরু হওয়ার পর খানিকটা মনে শান্তি পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। কারণ, কোনও দিনই বলিউডের তাবড় মিউজিক কম্পোজার অনু মালিকের বিরুদ্ধে মুখ খুলতে পারেননি তিনি।
কয়েকদিন আগেই অনু মালিকের বিরুদ্ধে মুখ খুলেছেন গায়িকা নেহা ভাসিন। এর পর শ্বেতার প্রসঙ্গে টেনে এনে ফের একবার অনু মালিককে এক হাত নিয়েছেন নেহা। তার পরিপ্রেক্ষিতে শ্বেতা ট্যুইট করে লিখেছেন, ‘২০১৯-এও আমরা নিগৃহীতাকে প্রশ্ন করি। দুই দশক ধরে এই ইন্ডাস্ট্রিতে গায়িকা হওয়া সত্ত্বেও এত নোংরা মানসিকতার লোক দেখতে হয়। তারা কোনও কথা বলে না। হেরো সব। ২০০১ সালে যখন আমার সঙ্গে হয়েছিল তখন আমি কী বলতাম? একজন স্কুলের ছাত্রী কী বলবে? ধন্যবাদ #গবঞড়ড়।’
নেহা জানিয়েছেন, ‘শ্বেতা ১৫ বছরের ছিল যখন তাঁর সঙ্গে অভব্য আচরণ করেছিল অনু মালিক। লজ্জা হওয়া উচিত। নিগৃহীতাকে নয়, পারভার্টগুলোকে প্রশ্ন করা শিখুন।’
নেহা ভাসিন জানিয়েছেন, বহু বছর আগে একবার অনু মালিকের সঙ্গে দেখা করতে গিয়ে কী ধরনের অভিজ্ঞতা হয়েছিল তাঁর এবং কতটা হেনস্থা হতে হয়েছিল তাঁকে। আসলে, গত বছর অনু মালিকের বিরুদ্ধে #গবঞড়ড়-র অভিযোগ ওঠার পরও এ বছর কেন সংশ্লিষ্ট একটি চ্যানেল গানের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এ অনু মালিককে বিচারক করা হল তা নিয়েই সরব হয়েছেন সোনা মহাপাত্র। সোনাকে উত্তর দিতে গিয়েই নিজের জীবনের ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন নেহা।
নেহা সোনার কথায় একমত হয়ে ট্যুইট করেছেন, ‘… আমরা আসলে লিঙ্গ বিদ্বেষী এক বিশ্বে বাস করি। অনু মালিক একজন শিকারি। ২১ বছর বয়সে আমাকেও তাঁর খপ্পর থেকে পালিয়ে বাঁচতে হয়েছিল। স্টুডিয়োতে সোফায় বসে উনি আমার চোকের প্রশংসা করেছিলেন। আমি মিথ্যে কথা বলে সেখান থেকে পালিয়ে বেঁচেছিলাম। আমি উত্তর দেওয়া বন্ধ করে দেওয়ায় আমাকে ফোন ও মেসেজ করা শুরু করেছিলেন উনি। অনু মালিক একজন পারভার্ট। আমি গানের সিডি নিয়ে গিয়েছিলাম সুযোগ পাওয়ার আশায়। সেখানে তাঁর মতো একজন সিনিয়রের এই ব্যবহার মানায় না।…’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877