বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৭:০০ অপরাহ্ন

আবার মেসির গোল, জয় পেল মায়ামি

আবার মেসির গোল, জয় পেল মায়ামি

৩ ম্যাচ মাঠের বাইরে থাকার পর গত শুক্রবার ক্যাভালিয়েরের বিপক্ষে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর দ্বিতীয় লেগে মাঠে নেমেছিলেন মেসি। আর ফিরেই গোল আদায় করে নিয়েছিলেন আর্জেন্টাইন এই জাদুকর। মেসি গোল পেলেন তার পরের ম্যাচেও।

আজ সোমবার আটলান্টায় বাংলাদেশ সময় ভোরে মেজর লিগ সকারে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে দুর্দান্ত এক গোল দিয়েছেন মেসি। তাতে তার দল ইন্টার মায়ামি পিছিয়ে পড়েও ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে।

আটলান্টা তাদের ঘরের মাঠ মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে আজ ম্যাচের ১১ মিনিটেই এগিয়ে যায়। মায়ামিকে পেছনে ফেলেন দলটির আইভরিয়ান স্ট্রাইকার এমানুয়েল লাত্তে লাথ। গোল শোধ দিতে বেশি দেরি করেননি মেসি। বক্সের বাইরে থেকে বল কেড়ে নিয়ে বক্সে ঢুকে প্রতিপক্ষের ডিফেন্ডারকে বোকা বানিয়ে চিপ করে আটলান্টার গোলরক্ষককে পরাস্ত করেন এই আর্জেন্টাইন তারকা।

মায়ামির হয়ে জয়সূচক গোল দেন ফাফা পিকল্ট। ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছে তখন গোল দেন তিনি। ৮৯ মিনিটে জর্দি আলবার ক্রস থেকে হেডে গোল দেন হাইতির এই উইঙ্গার। ৮৩ মিনিটে তাকে বদলি হিসেবে নামিয়েছিলেন মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো।

আটলান্টার বিপক্ষে এই ম্যাচটিই ছিল আন্তর্জাতিক বিরতির আগে মায়ামির শেষ ম্যাচ। ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচ খেলতে মেসি শিগগিরই আর্জেন্টিনা দলে যোগ দেবেন। আন্তর্জাতিক বিরতির পর আগামী ৩০ মার্চ ফিলাডেলফিয়ার বিপক্ষে লড়বে মেসির মায়ামি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877