স্বদেশ ডেস্ক:
যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে পালিয়ে পাশ্ববর্তী তুরস্কে আশ্রয় নিয়েছেন লাখ লাখ শরণার্থী।আন্তর্জাতিক সংস্থার হিসেব অনুযায়ী, এই সংখ্যা প্রায় ৩০ লাখ। তবে সিলিয়া বাশার আল-আসাদ সরকারের পতনের পর তুরস্ক থেকে দেশে ফিরতে শুরু করেছেন সিরীয় শরণার্থীরা। মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় ৩০ লক্ষ শরণার্থী তুরস্কে আশ্রয় নিয়েছেন। সাম্প্রতিক সময়ে আসাদের পতনের পর এমন আশা দেখা দিয়েছে যে তুরস্ক এবং অন্যত্র সিরিয়ার যে সব শরণার্থী আছেন তারা হয়তো দেশে ফিরে যেতে পারবেন।
গতকাল শুক্রবার তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আসাদের পতনের পর প্রায় ৩১ হাজার সিরীয় দেশে ফিরে গেছেন।
শুক্রবার জাতিসংঘের একজন স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ইউরোপের অর্থায়নে প্রায় ৫০টন চিকিত্সা সামগ্রী তুরস্কে বিমানে করে পাঠানো হয়েছে যেগুলি দুবাই হয়ে ৩১ ডিসেম্বর সিরিয়ায় পৌঁছাবে। তাদের লক্ষ্য হচ্ছে আসাদের অধীনে বিধ্বস্ত হয়ে পড়া স্বাস্থ্য পরিষেবাকে সহযোগিতা প্রদান করা।