সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:০৪ অপরাহ্ন

সাবেক এমপি পোটন ৩ দিনের রিমান্ডে

সাবেক এমপি পোটন ৩ দিনের রিমান্ডে

স্বদেশ ডেস্ক:

যুবদল নেতা শামীম হত্যা মামলায় নরসিংদী- ২ আসনের সাবেক এমপি কামাল আশরাফ খান পোটনের তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন। এদিন পোটনকে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক ফেরদৌস আলম ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, পোটন এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তার অঙ্গসংগঠনের ক্যাডারদের লেলিয়ে দিয়ে সরাসরি নেতৃত্ব দেন এবং বিএনপির সমাবেশকে পন্ড করার জন্য আক্রমন করে হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে উক্ত আসামিকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদে, ঘটনার মূল রহস্য উদঘাটন, ঘটনার সঙ্গে জড়িত অপারপর এজাহারনামীয় আসামিদের বর্তমান অবস্থান সনাক্তসহ গ্রেপ্তার, হত্যা কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার ও অজ্ঞাতনামা আসামিদের সনাক্তকরণ সহ আসামির পুলিশ রিমান্ডে এনে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এই জামিনের বিরোধিতা করে। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৯ ডিসেম্বর রাজধানীর কেরানীগঞ্জ থেকে পোটনকে গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন তাকে কারাগারে পাঠার আদেশ দেন আদালত।

পোটনের মামলায় অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকা হয়। যা পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। পরে বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা শামীম নিহত হন।

এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877