বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের জন্য বিপজ্জনক স্থান গাজা, তালিকায় আছে বাংলাদেশও

সাংবাদিকদের জন্য বিপজ্জনক স্থান গাজা, তালিকায় আছে বাংলাদেশও

ছবি : রিপোর্টার্স উইদাউট বর্ডারস

স্বদেশ ডেস্ক:

বিশ্বের সাংবাদিকদের জন্য বিপজ্জনক দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ। বিশ্বব্যাপী সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে পেশাগত দায়িত্ব পালনের সময় ৫৪ জন সাংবাদিকের মৃত্যু হয়েছে, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর মধ্যে বাংলাদেশে প্রাণ হারিয়েছেন পাঁচজন সাংবাদিক।

এতে আরো বলা হয়, সাংবাদিকদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থান ফিলিস্তিনের গাজা উপত্যকা। ২০২৪ সালে মোট নিহত সাংবাদিকদের ৩০ শতাংশই ইসরায়েলি সেনাবাহিনীর হাতে দখলকৃত গাজা উপত্যকায় নিহত হয়েছেন। ২০২৩ সালে অক্টোবরের পর থেকে ফিলিস্তিনে ১৪৫ জন সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এদের মধ্যে ৩৫ জন সাংবাদিককে সংবাদ সংগ্রহের সময় হত্যা করা হয়।
গত পাঁচ বছরে অন্য যেকোনো দেশের চেয়ে এ বছর ফিলিস্তিনে নিহত সাংবাদিকের সংখ্যা বেশি। প্রতিবেদনে এই হত্যাযজ্ঞকে ‘নজিরবিহীন রক্তস্নান’ হিসেবে অভিহিত করা হয়।আরএসএফের প্রতিবেদন মতে, ২০২৪ সালে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় ফিলিস্তিনের পরই আছে পাকিস্তানের নাম। সেখানে সাত সাংবাদিক প্রাণ হারিয়েছেন।
তালিকার পরের নাম দুইটি হলো বাংলাদেশ ও মেক্সিকো। উভয় দেশে পাঁচজন করে সাংবাদিক নিহত হন।৫৫ জন সাংবাদিক এ মুহূর্তে জিম্মি অবস্থায় আছেন। জিম্মিদের মধ্যে ২৫ জনই ইসলামিক স্টেটের (আইএস) হাতে আটক রয়েছেন। পাশাপাশি ২০২৪ সালে ৯৫ জন সাংবাদিক নিখোঁজ হয়েছেন।
নতুন করে এই তালিকায় এ বছর চারজন অন্তর্ভুক্ত হয়েছেন।২০২৩ সালের অক্টোবরের পর থেকে সবচেয়ে বেশিসংখ্যক সাংবাদিককে আটক করেছে ইসরায়েল। দেশটি সাংবাদিকদের জন্য তৃতীয় বৃহত্তম জেলখানায় পরিণত হয়েছে। বর্তমানে চীনে সবচেয়ে বেশি ১২৪ জন, মিয়ানমারে ৬১ জন, ইসরায়েলে ৪১ জন এবং বেলারুশে আটক রয়েছেন ৪০ সাংবাদিক।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877