শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ : কার্ডিফের আবহাওয়া কী বলছে?

বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ : কার্ডিফের আবহাওয়া কী বলছে?

বিশ্বকাপ ক্রিকেটে কার্ডিফে আজ বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ বনাম ইংল্যান্ড। আর এ ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হবে না তো? বাতিল না হলেও যদি ওভার কমিয়ে আনা হয়, সেক্ষেত্রে সমস্যায় পড়বে না তো বাংলাদেশ দল? এমন নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে টাইগার ক্রিকেটের ভক্ত-সমর্থকদের মনে।

ভালো খবর হলো, কার্ডিফের আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।

কার্ডিফের শনিবারের আবহাওয়ার পূর্ভাবাস বলছে, শনিবারে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। ম্যাচ না হবার কারণ নেই বললেই চলে। বৃষ্টির কারণে যদি একটু আধটু বিঘ্ন ঘটে, তাতেও ম্যাচ বাতিল করার মতো জোরদার হওয়ার সম্ভাবনা নেই।

এছাড়া বলা হয়েছে, তাপমাত্রা সর্বোচ্চ ১৬ ডিগ্রি হবে, সঙ্গে থাকবে বাতাসও। তাই বলে আকাশ যে একদম মেঘমুক্ত এবং রোদ ঝলমলে থাকবে- তাও নয়। দিনের অনেকটা সময় মেঘাচ্ছন্ন থাকবে, কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুব কম। সকালবেলার বৃষ্টি হয়ে গেলে পরে সারাদিন নির্বিঘ্নেই সম্ভব খেলা হওয়া।

শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে দশটা এবং বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় মাঠে নামবে বাংলাদেশ ও ইংল্যান্ড।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877