বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৮:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেইজিং চুক্তি বাস্তবায়নে সৌদি আরব, চীন, ইরান বৈঠক

বেইজিং চুক্তি বাস্তবায়নে সৌদি আরব, চীন, ইরান বৈঠক

স্বদেশ ডেস্ক:

সৌদি আরব ও ইরান বেইজিং চুক্তি পুরোপুরি বাস্তবায়নে তাদের প্রতিশ্রুতি পুনঃব্যক্ত এবং জাতিসঙ্ঘ সনদের আলোকে প্রতিবেশীসুলভ সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে। মঙ্গলবার রিয়াদে অনুষ্ঠিত বেইজিং চুক্তি বাস্তবায়নে সৌদি-চীন-ইরান যৌথ ত্রিপক্ষীয় কমিটির দ্বিতীয় সভায় এ ঘোষণা দেয়া হয়েছে বলে সৌদি প্রেস অ্যাজেন্সি জানিয়েছে।

সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ বিন আবদুলকরিম এরখারেজির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে চীনা উপ-পররাষ্ট্রমন্ত্রী দেং লি ও ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভাচি উপস্থিত ছিলেন। সৌদি আরব ও ইরান বেইজিং চুক্তি পুরোপুরি বাস্তবায়নে তাদের প্রতিশ্রুতি পুনঃব্যক্ত এবং জাতিসঙ্ঘ সনদের আলোকে প্রতিবেশীসুলভ সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে। উভয় দেশ আন্তর্জাতিক আইন অনুসরণ, সার্বভৌম, স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপরও জোর দেয়।

চীনের চলমান ইতিবাচক ভূমিকাকে স্বাগত জানায় সৌদি আরব ও ইরান। অন্যদিকে চীন জানায়, বিভিন্ন ক্ষেত্রে সৌদি আরব ও ইরানের সম্পর্ক উন্নয়নে তারা প্রস্তুত রয়েছে।

তিন দেশই সৌদি-ইরান সম্পর্কে অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করে, সকল পর্যায়ে সরাসরি যোগাযোগের ওপর জোর দেয়, পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে।

তারা কনস্যুলার সার্ভিসের অগ্রগতির কথা উল্লেখ করে জানায়, এর ফলে ২০২৪ সালের ৮৭ হাজারের বেশ ইরানি হাজি হজ করেছে, ৫২ হাজারের বেশি লোক ওমরা করেছে।

তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতিমালার আলোকে ইয়েমেনে ব্যাপকভিত্তিক রাজনৈতিক সমাধানের প্রতি তাদের সমর্থনের কথাও ঘোষণা করে।

সূত্র : আরব নিউজ

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877