মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০৭:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রয়োজনীয় সংস্কার শেষ করেই দ্রুত নির্বাচন দেয়া হবে : আইন উপদেষ্টা

প্রয়োজনীয় সংস্কার শেষ করেই দ্রুত নির্বাচন দেয়া হবে : আইন উপদেষ্টা

স্বদেশ ডেস্ক:


অতি প্রয়োজনীয় সংস্কার শেষ করেই দ্রুত নির্বাচন দেয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

আজ মঙ্গলবার সচিবালয়ে ‘অন্তর্বর্তী সরকারের ১০০ দিন : আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

একজন সাংবাদিকের অন্তর্বর্তী সরকারের মেয়াদ ও নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের জবাব দিতে গিয়ে আইন উপদেষ্টা বলেন, ‘এটি আইন মন্ত্রণালয়ের বিষয় না। তবে আপনাকে একটি বিষয় বলি, আমরা মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেবো। আমরা জাস্ট এই জিনিসটা চাই না যে আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক। আর এটা চাই না যে নির্বাচনে জয়ী হয়ে কেউ আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক। এটা ছাড়া আর কোনো স্বার্থ নাই।’

এ বিষয়ে আসিফ নজরুল আরো বলেন, ‘অন্তর্বর্তী সরকারে যারা আছেন, উনাদের অধিকাংশই যত তাড়াতাড়ি সম্ভব নিজ নিজ পেশায় ফিরে যাওয়ার জন্য আগ্রহী।’

১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে বেশ কয়েকটি মারাত্মক বিচ্যুতির কথা বিভিন্ন সময় দেশী-বিদেশী মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে উল্লেখ করেতিনি বলেন, ‘তিনজন দেশী-বিদেশী এক্সপার্টসহ প্রায় ২০-২৫ জন এক্সপার্টের মতো নিয়েছি। আমরা চেষ্টা করেছি অসাধারণ একটা সংশোধনী করার জন্য, যেটা এই বিচারের গুরুত্ব, যৌক্তিকতা, বিচারের গ্রহণযোগ্যতা আরো বাড়িয়ে তুলবে।’

আগামীকাল বুধবার এই আইনের সংশোধনী উপদেষ্টা পরিষদের বৈঠকে তোলা হবে জানিয়ে আসিফ নজরুল বলেন, ‘উপদেষ্টা পরিষদ এই সংশোধনী গ্রহণ করলে বৃহস্পতিবারের মধ্যেই এটা আইনে রূপান্তরিত হবে।’

সূত্র : বিবিসি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877