শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সারদায় আরো ৫৮ এসআইকে অব্যাহতি

সারদায় আরো ৫৮ এসআইকে অব্যাহতি

স্বদেশ ডেস্ক:

রাজশাহীর সারদা পুলিশ অ্যাকাডেমি থেকে ৪০তম ক্যাডেট ব্যাচের আরো ৫৮ জন শিক্ষানবিশ উপ-পরিদর্শককে (এসআই) অব্যাহতি দেয়া হয়েছে।

সোমবার পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সারদা পুলিশ অ্যাকাডেমিতে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত ও প্রশিক্ষণরত আরো ৫৮ জন উপ-পরিদর্শক (এসআই) ক্যাডেটকে শৃঙ্খলাভঙ্গের কারণে অব্যাহতি দেয়া হয়েছে। এর আগে ২৫২ জন এসআইকে অব্যাহতি দিয়েছিল সরকার। এ নিয়ে মোট ৩১০ জনকে অব্যাহতি দেয়া হলো।

এর আগে গত ২২ অক্টোবর অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ জন উপ-পরিদর্শককে (এসআই) শৃঙ্খলাভঙ্গের জন্য অব্যাহতি দেয়া হয়েছে।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877