স্বদেশ ডেস্ক:
পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তের টোলপ্লাজা এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। গতকাল রবিবার রাত ১০টায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ৩ জন ও একজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
আজ সোমবার ভোরে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. আহসান হাবিব সড়ক দুর্ঘটনায় মোট ৪ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, পদ্মা দক্ষিণ থানাধীন ঢালী কান্দি গ্রামের দাদন ঢালীর ছেলে আরমান ঢালী, আলিম মাদবরের ছেলে খিদির মাদবর, ফরাজি কান্দি গ্রামের রুবেল ফরাজির ছেলে নাবিল ফরাজি ও এস্কেন্দার আলী মাদবরের ছেলে সায়েম মাদবর।
এএসপি আহসান হাবিব জানান, গতকাল রাত ১০টার দিকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোলপ্লাজা এলাকার শেখ রাসেল সেনানিবাসের কাছাকাছি দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হন। একজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
পুলিশ সূত্রে জানা যায়, পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকা থেকে টোলপ্লাজার পাশের সড়ক দিয়ে শেখ রাসেল সেনানিবাস সড়কের দিকে যাওয়ার পথে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় মোটরসাইকেল দুটিতে থাকা ৪ জনের মধ্যে ৩ জন ঘটনাস্থলে মারা যান। স্থানীয়রা এক আহতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনিও মারা যান।
শরীয়তপুরের এএসপি আহসান হাবিব বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় মোট ৪ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুটি জব্দ করেছে পুলিশ।