বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০১:৪৭ অপরাহ্ন

জুলাই-আগস্ট গণহত্যার বিচার করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ : ড. আসিফ নজরুল

জুলাই-আগস্ট গণহত্যার বিচার করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ : ড. আসিফ নজরুল

স্বদেশ ডেস্ক:

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্ট ড. আসিফ নজরুল বলেছেন, ‘আগামী ১ নভেম্বরের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভবনে বিচারকাজ শুরু করার কথা রয়েছে। আমরা এই বিচার করতে বদ্ধপরিকর, এই বিচার করতে বাংলাদেশের মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ।’

মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান হয়েছিল। সেখানে তৎকালীন ফ্যাসিস্ট সরকার নির্মমভাবে আমাদের ছাত্র-জনতার ওপর গুলি চালিয়েছিল। দিনে দিনে আমরা মৃতদের নতুন সংখ্যা পাচ্ছি, সংবাদ পাচ্ছি। কমপক্ষে দেড় হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। হাজার হাজার মানুষের অঙ্গহানি ঘটেছে, গুরুতর আহত হয়েছেন, চিরদিনের জন্য বিকলাঙ্গ হয়েছেন।’

তিনি বলেন, ‘বাংলাদেশ কেন, এ উপমহাদেশের ইতিহাসে শান্তিকালীন সময়ে এত বড় গণহত্যার নজির কোথাও নেই। পৃথিবীতেও এটি খুবই বিরল বলা চলে। এত বড় একটা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ! সেই অপরাধের বিচার যেখানে হবে, সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমরা পরিদর্শন করেছি। পূর্ত উপদেষ্টার সক্রিয় ভূমিকার কারণে অতিদ্রুত সংস্কার কাজ সম্পন্ন করছি। আমরা আশা করছি, ১ নভেম্বরের মধ্যে সংস্কার হওয়া ভবনে ঐতিহাসিক বিচারকাজ শুরু হওয়ার কথা।’

ড. আসিফ নজরুল বলেন, ‘গত জুলাই-আগস্ট মাসে অসংখ্য পরিবারে যে হাহাকারের করুণ কাহিনী রচিত হয়েছে, ছাত্র-জনতা যে অসীম আত্মত্যাগ করেছে, তার প্রতিদান দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। অবশ্যই এই বিচার এখানে হবে। এটা খুব দ্রুত শুরু হবে। এই ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে, চুলচেরা বিশ্লেষণ করে পদক্ষেপ নেবেন। আমরা আপনাদেরকে এটুকু বলতে পারি, এখানে সুবিচার হবে।’

ট্রাইব্যুনালে কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে, সে বিষয়ে প্রশ্ন করা হলে আসিফ নজরুল বলেন, ‘আমাদের প্রসিকিউশন টিম আছে। এটি তো মন্ত্রণালয়ের কাজ নয়। প্রসিকিউশন টিম আইনের যথাযথ প্রক্রিয়া মেনে চুলচেরা বিশ্লেষণ করে পদক্ষেপ নেবে। আমরা এটুকু বলতে চাই বিচার হবে, তবে তা সুবিচার।’

এ সময় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো: তাজুল ইসলাম বলেন, ‘আগামীকাল বুধবার ট্রাইব্যুনালের এজলাস কক্ষে বিচারপতিদের সংবর্ধনা দেয়া হবে। এরপর বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো: গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এজলাসে বসবেন। সেদিন থেকে বিচারকাজ শুরু হবে।’

তিনি আরো বলেন, ‘বৃহস্পতিবার প্রসিকিউশনের পক্ষ থেকে প্রয়োজনীয় কয়েকটি আবেদন করা হবে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877