বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১২:১৯ অপরাহ্ন

সিন্ডিকেট করে দাম বাড়ানোদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

সিন্ডিকেট করে দাম বাড়ানোদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

স্বদেশ ডেস্ক:

সিন্ডিকেট করে যারা পণ্যদ্রব্যের দাম বাড়াবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ সোমবার সন্ধ্যায় কারওয়ান বাজার পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘বাজার ব্যবস্থায় এখনও যারা সিন্ডিকেট করে কারসাজির চেষ্টা করছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে যেসব পণ্যের সরবরাহ ঘাটতি আছে সেগুলোর সঙ্গে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা চলছে।’

তিনি আরও বলেন,‘গত দুই মাসের দায়িত্ব গ্রহণের পর থেকে দ্রব্যমূল্যের দাম না কমাকে ব্যর্থতা হিসেবে মনে করছি না। সুষ্ঠু ব্যবস্থাপনা সৃষ্টির মাধ্যমে সবকিছুকেই নিয়ন্ত্রণে আনা হবে। বাজার নিয়ন্ত্রণ করার জন্য দুই মাস যথেষ্ট সময় না।’

ডিমের দাম বৃদ্ধির ব্যাপারে তিনি বলেন, ‘আমাদের দৈনিক ডিমের চাহিদা সাড়ে চার কোটি। আগে চার থেকে পাঁচ কোটি ডিম উৎপাদন হতো। কিন্তু এখন হচ্ছে সাড়ে তিন কোটি। আর এটা চাইলেই কারখানায় বানানো যায় না। আমার সাড়ে চার কোটি পাঁচ কোটি ডিম ভারত থেকে আমদানি করছি। এটা তো একত্রে আসবে না। আস্তে আস্তে আসবে।’

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা এর আগে চিনি, পেঁয়াজে, আলু আমদানিতে শুল্ক কমিয়েছি। আমরা এখন আশা করি চিনিতে ১২-১৩ টাকা কমবে। বাকি পণ্যের দামও আস্তে আস্তে কমবে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877