স্বদেশ ডেস্ক: বাংলাদেশের নারী ক্রিকেটারদের বেতন-ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেটে বোর্ড (বিসিবি)। ক্রিকেটারদের সম্প্রতি আন্দোলনে বেতন-ভাতার বৃদ্ধির যে দাবি উঠেছিল তারই অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
আজ রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে উইমেন্স ক্রিকেট উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল নারী ক্রিকেটারদের এ সুখবর দেন।
তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘আগে যাদের স্যালারি ছিল ১৫ হাজার, তাদের স্যালারি ২০/২৫ হাজার টাকা করে দিয়েছি। যাদের ২০ হাজার ছিল, তাদের ৩০ হাজার টাকা করে দিয়েছি। এখন মেয়েদের সর্বোচ্চ বেতন ৪০ হাজার টাকা। আমরা ১৬/১৭ জনকে স্যালারি দিচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আমি সব সময় বলি, কোনো কিছু অর্জন করতে হলে ভালো পারফর্ম করতে হবে। মেয়েদের পারফরম্যান্স কিন্তু তুলনামূলকভাবে ভালোই। আমাদের দল তো অস্ট্রেলিয়া বা ভারত না যে ধারাবাহিকভাবে ভালো খেলবে। কিছু উত্থান-পতন থাকবেই।’
নারী ক্রিকেট দলের পাইপলাইন সমৃদ্ধ করার লক্ষ্যে বয়সভিত্তিক দল গঠনের পরিকল্পনা নিয়েছে বিসিবি।
এ প্রসঙ্গে নাদেল বলেন, ‘২০২১ সালে মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। টুর্নামেন্টকে সামনে রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে বিসিবি। বিভাগীয় পর্যায়ে বয়সভিত্তিক দল গড়ে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা।’