স্বদেশ ডেস্ক:
২০১৮ সালে ভারতে মুক্তি পায় অমর কৌশিকের ‘স্ত্রী’ সিনেমাটি। হরর-কমেডি ঘরানার এই সিনেমায় অভিনয় করেন রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর। সেসময় দারুণ ব্যবসাসফল হয় এটি। এরপরই দর্শকদের অপেক্ষা দ্বিতীয় কিস্তির। তারই ধারাবাহিকতায় গেল ১৪ আগস্ট মুক্তি পায় ‘স্ত্রী ২’ সিনেমাটি। নারীপ্রধান সিনেমা হিসেবে ইতিমধ্যেই এটি নতুন রেকর্ড গড়েছে ভারতে।
রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত ভারতের ‘স্ত্রী ২’ সিনেমাটি এবার বাংলাদেশে আসছে। দুই হাজার ডলারে (বাংলাদেশি মুদ্রায় দুই লাখ ৪০ হাজার টাকা প্রায়) এটি আমদানি করছে ‘দি অভি কথাচিত্র’। এরই মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে আদমানির অনুমতিও পেয়েছে প্রতিষ্ঠানটি। এর বিপরীতে বাংলাদেশ থেকে ভারত যাচ্ছে চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ সিনেমাটি। যেখানে অভিনেতা মাহফুজ আহমেদের বিপরীতে আছেন শবনম বুবলী।
এদিকে, আমদানিকারক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সব ঠিক থাকলে আগামী ২৫ অক্টোবর বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘স্ত্রী ২’ মুক্তি দেওয়া হবে।
‘স্ত্রী ২’ সিনেমায় বরুণ ধাওয়ান ও অক্ষয় কুমার ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। আরও আছেন পঙ্কজ ত্রিপাঠি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অপারশক্তি খুরানা, বিট্টু, অতুল শ্রীবাস্তব, মুশতাক খান, তামান্না ভাটিয়াসহ অনেকে।