বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০২:৫৩ অপরাহ্ন

গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ নিহত ১৬

গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ নিহত ১৬

স্বদেশ ডেস্ক

গাজা সিটিতে ইসরাইলি বিমান হামলায় শিশুসহ অন্তত ১৬ ফিলিস্তিনি নিহত হয়েছে।

শহরের সিভিল ডিফেন্স জানিয়েছে, মধ্য গাজা সিটির একটি আবাসিক ভবনে ইসরাইলি হামলায় পাঁচ শিশুসহ নয় ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া বাস্তুচ্যুতদের আশ্রয় দেয়া উত্তর গাজা সিটির নামা কলেজ ভবন লক্ষ্য করে আরেকটি হামলায় সাতজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, হামাসের একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারকে লক্ষ্য করে নামা কলেজে হামলা চালানো হয়েছে।

সেনাবাহিনীর দাবি, হামলার সময় নির্ভুল যুদ্ধাস্ত্র ব্যবহার, বিমান নজরদারি ও অতিরিক্ত গোয়েন্দা তথ্যসহ বেসামরিক হতাহতের সংখ্যা হ্রাস করার জন্য ব্যাপক ব্যবস্থা নেয়া হয়েছিল।

বেসামরিক প্রতিষ্ঠানগুলোকে আস্তানা হিসেবে ব্যবহার করা ‘সন্ত্রাসী’ সংগঠনগুলোর বিরুদ্ধে ‘শক্তি ও দৃঢ়তার সাথে’ অভিযান চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে ইসরাইলি সামরিক বাহিনী।

গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে ঢুকে হামাসের হামলায় দেশটির অন্তত এক হাজার ২০০ বেসামরিক নাগরিক নিহত হয়। ওই সময় ২৫০ ইসরাইলিকে বন্দী করে নিয়ে যায় ফিলিস্তিনের সশস্ত্র শাসক গোষ্ঠী হামাস। ওই ঘটনার পর থেকে হামাস নির্মূলে গাজায় ক্রমাগত অভিযান চালিয়ে আসছে ইসরাইলি সামরিক বাহিনী।

ইসরাইলি হামলায় এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৪০ হাজার ৮১৯ জনে দাঁড়িয়েছে বলে নিশ্চিত করেছে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। সূত্র : ইউএনবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877