বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০২:৪৪ অপরাহ্ন

হত্যা মামলায় ৭ দিনের রিমান্ডে ইনু

হত্যা মামলায় ৭ দিনের রিমান্ডে ইনু

স্বদেশ ডেস্ক

রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালত এ আদেশ দেন।

এর আগে এই মামলায় ইনুকে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মোরাদ খান। পরে শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

এর আগে, গত সোমবার বিকেলে উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল।

রিমান্ড আবেদনে বলা হয়, গত ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেট থানার নীলক্ষেত মোড়ে নিউমার্কেট ১ নম্বর গেটের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিল করে। এ সময় তাদের হত্যার উদ্দেশ্যে নিরাপরাধ মানুষের ওপর দেশিয় ও বিদেশি অস্ত্রশস্ত্রসহ সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, রাবার বুলেটও গুলি বর্ষণ কারণে ঘটনাস্থলে মাহফুজুর রহমান, নাসির উদ্দিন শামীম উসমান, মো. আবু মূসা, মাঈনুদ্দিন, শাহাদাত হোসেন, আবির হোসেনসহ অনেক নিরস্ত্র ছাত্র জনতা ও সাধারণ পথচারী আহত হয়। তাদের মধ্যে আব্দুল ওয়াদুদ তার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে এলোপাথাড়ি গুলিতে মাথার পিছনে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান।

আসামিকে আটকের পর জিজ্ঞাসাবাদে এই ঘটনার সঙ্গে তিনি জড়িত আছেন বলে স্বীকার করেন। তাই মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে, মামলার মূল রহস্য উদঘাটন, মূল অপরাধী চক্রসহ অত্র মামলার ঘটনায় জড়িতদের নাম- ঠিকানা ও অবস্থান নির্ণয়, গ্রেপ্তার এবং আসামিকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করতে ১০ দিনের পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877