রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০৬:১৯ অপরাহ্ন

ভারতের সঙ্গে গোপন চুক্তি বাতিলের দাবি রিজভীর

ভারতের সঙ্গে গোপন চুক্তি বাতিলের দাবি রিজভীর

স্বদেশ ডেস্ক

স্বৈরাচার হাসিনা সরকার বিগত ১৫ বছরে ভারতের সঙ্গে যে সমস্ত গোপন চুক্তি করেছে সেগুলো বাতিলের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ শনিবার কাফরুল থানা বিএনপির উদ্যোগে ছাত্রজনতার আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তিনি এ দাবি জানান।

রুহুল কবির রিজভী বলেন, ‘ভারতের এক অভিনেত্রী কয়েকদিন আগে বলেছেন- প্রতিবেশী একটা দেশ ছিল ভারতের পক্ষে সেটাও হাতছাড়া হয়ে গেছে।’

এ প্রসঙ্গে রিজভী বলেন, ‘একটা দেশ না, একজন ব্যক্তি ছিলেন ভারতের পক্ষে। ওই ব্যক্তি এদেশের গণতন্ত্র হত্যা করেছেন, নিজেদের লোককে ভোট ছাড়া এমপি বানিয়েছেন। সেই ব্যক্তি হচ্ছেন শেখ হাসিনা। তিনি এই দেশের গণতন্ত্রকে কবরস্থানে পাঠিয়েছেন। আর সেই শেখ হাসিনাকে ভারত সমর্থন করে, কিন্তু বাংলাদেশকে সমর্থন করে না। বাংলাদেশের জনগণকে সমর্থন করে না।’

আওয়ামী লীগের নেতারা এখন আফসোস করছে বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব। তিনি বলেন, ‘আওয়ামী লীগকে এখন মানুষ বলছে আফসোস লীগ। এ দেশের মানুষের সহায় সম্পদ লুট করার তাদের যে প্রবণতা ওইটা যুবলীগ-ছাত্রলীগ এখন করতে পারছে না। তাই তারা আফসোস করছে।’

রিজভী বলেন, ‘বিএনপি ভদ্রলোকদের দল। বিএনপি জনগণের দল, বিএনপির দেশের খেটে খাওয়া শ্রমজীবী মানুষের দল। বিএনপি গুণ্ডা-পাণ্ডাদের দল না। বিএনপি সন্ত্রাসীদের দল না। গত ১৫ বছরে সীমাহীন অত্যাচার সহ্য করেছে বিএনপি। নেতারা বছরের পর বছর গুমের শিকার থাকলেও আমরা গণতান্ত্রিক সংগ্রাম করেছি।’

পরে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হতাহতের পরিবারের মাঝে অনুদান তুলে দেন রুহুল কবির রিজভী।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877