বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০২:৪৮ অপরাহ্ন

গুম বিষয়ে আন্তর্জাতিক কনভেনশনে সই করবে বাংলাদেশ

গুম বিষয়ে আন্তর্জাতিক কনভেনশনে সই করবে বাংলাদেশ

স্বদেশ ডেস্ক:   

গুম বিষয়ে আগামী ৩০ আগস্টের আগেই আন্তর্জাতিক কনভেনশনে সই করবে বাংলাদেশ। আজ বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ সন্ধ্যায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, ৩০ আগস্টের আগেই এ চুক্তি সই হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার গুমের প্রতিটি ঘটনার তদন্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, শিগগিরই একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দেওয়া হবে।

শফিকুল আলম বলেন, সরকার যুক্তরাজ্যসহ অন্যান্য দেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে চায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ বিষয়ে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সহযোগিতা কামনা করেছেন। হাইকমিশনার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

এর আগে ব্রিটিশ হাইকমিশনার ও জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি পৃথকভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

অধ্যাপক ইউনূস বাংলাদেশ পুনর্গঠনে জাপানের আর্থিক সহায়তা কামনা করেন। তিনি উভয় দেশের রাষ্ট্রদূতকে জানান, বাংলাদেশ একটি বড় পরিবার। এখানে কোনো শত্রুতা নেই এবং দেশে বৃহত্তর সম্প্রীতির ওপর জোর দেন।

উভয় দূত প্রধান উপদেষ্টাকে জানান, তারা অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করতে প্রস্তুত।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877