বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০২:৫০ অপরাহ্ন

তিস্তা চুক্তির বিষয়ে যতটুকু করতে হয় সবই করবো : পানি সম্পদ উপদেষ্টা

তিস্তা চুক্তির বিষয়ে যতটুকু করতে হয় সবই করবো : পানি সম্পদ উপদেষ্টা

স্বদেশ ডেস্ক

তিস্তা চুক্তির বিষয়ে যতটুকু করতে হয় অন্তর্বর্তী সরকার সবই করবে বলে জানিয়েছেন পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

এমনকি তিস্তা নদীর ওপর বাংলাদেশের অধিকারের কথা বলতে পিছপা হবেন না, বলেও মন্তব্য করেছেন তিনি।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, এই ইস্যুতে যতটুকু করতে হয় ততটুকু করবে অন্তর্বর্তী সরকার। তিস্তা পাড়ের মানুষের সাথে এবার কথা বলা হবে। তিস্তা পাড়ের মানুষ কী চায় সেটা আমরা তুলে আনবো। তিস্তা নদীর ওপর বাংলাদেশের অধিকারের কথা বলতে পিছপা হবে না অন্তর্বর্তী সরকার।

তিনি আরো বলেন, বাংলাদেশে নদী নির্ভর জনগোষ্ঠী যাতে তাদের দাবি উত্থাপন করতে পারে সে ব্যবস্থা আমরা নিশ্চয়ই করবো।

ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকিয়ে রেখেই, প্রয়োজনে আন্তর্জাতিক পর্যায়েও যাওয়ার কথা বলেন রিজওয়ানা হাসান।

সূত্র : বিবিসি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877