বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০২:৪৫ অপরাহ্ন

ভারত প্রতিশ্রুতি রক্ষা করেনি: মির্জা ফখরুল

ভারত প্রতিশ্রুতি রক্ষা করেনি: মির্জা ফখরুল

স্বদেশ ডেস্ক

প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত গণতন্ত্রের প্রতিশ্রুতি রক্ষা করেনি বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে বিএনপির স্থায়ী কমিটিতে জায়গা পাওয়া মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ ও ডা. এ জেড এম জাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘ফ্যাসিস্ট, নির্যাতনকারী, হত্যাকারী, নিপীড়ণকারী শেখ হাসিনা দেশ ছেড়ে, জনগণকে ছেড়ে পালিয়ে গেছেন। দুর্ভাগ্য যে আমাদের পার্শ্ববর্তী দেশ তাকে আশ্রয় দিয়েছে। সেখান থেকে তিনি (শেখ হাসিনা) বাংলাদেশের বিজয়কে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র শুরু করেছেন।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এদেশের মানুষ শেখ হাসিনার যে অপরাধ সেটাকে খাটো করে দেখে না। গত ১৫ বছরের দুঃশাসন দেশের স্বাধীনতাকে দুর্বল করে দিয়েছে। সে জাতিকে ১৮ লাখ কোটি টাকার ঋণে আবদ্ধ করে গেছে। পাচার হয়েছে প্রায় ১০০ বিলিয়ন ডলার।’

তিনি বলেন, ‘ভারত তাকে (শেখ হাসিনা) আশ্রয় দিয়ে গণতন্ত্রের কমিটমেন্ট (প্রতিশ্রুতি) রক্ষা করেছে বলে মনে হয় না। তাই আমাদের আহ্বান থাকবে ভারতের কাছে, তাকে (শেখ হাসিনা) আইনানুগভাবে, আইনের কাছে, বাংলাদেশ সরকারের কাছে তুলে দেন এবং দেশের মানুষ যে সিদ্ধান্ত দিয়েছে, সেই সিদ্ধান্ত হলো তার বিচার করা। সেই বিচারের সম্মুখীন তাকে হতে দেন।’

অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন নিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘এই সরকার ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের একটি সরকার। তাদের প্রধান কাজ হচ্ছে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। বিগত আওয়ামী সরকার যে জঞ্জাল সৃষ্টি করে গিয়েছে, সেটাকে পরিষ্কার করতে একটু সময় লাগবে। সেই জন্য যে সময় প্রয়োজন, সেই সময় এই দেশের জনগণ দেবে।’

তিনি বলেন, ‘এই সরকারের মেয়াদ হয়েছে মাত্র ১১ দিন। এই কয়েক দিনে তারা যে কাজ করেছে তা প্রশংসনীয়।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877