বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৬:২৮ অপরাহ্ন

এবার পদত্যাগ করলেন বুয়েটের ভিসি

এবার পদত্যাগ করলেন বুয়েটের ভিসি

স্বদেশ ডেস্ক:   

ব্যক্তিগত কারণ দেখিয়ে এবার পদত্যাগ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার।

রোববার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ‘শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নতি সাধনের জন্য তথা বুয়েটের সুনাম রক্ষার জন্য কাজ করেছি। বর্তমানে আমি ব্যক্তিগত সমস্যার কারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদ থেকে পদত্যাগ করলাম।’

বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার ২০২০ সালের ২৫ জুন বুয়েটের ভিসির দায়িত্ব পান।

পরে চলতি বছরের ৩ জুলাই দ্বিতীয় মেয়াদে তিনি নিয়োগ পেয়েছিলেন।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিরা ধারাবাহিকভাবে পদত্যাগ করছেন।

সূত্র : বিবিসি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877