বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৬:৩২ অপরাহ্ন

সাগর রুনি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হবে: উপদেষ্টা নাহিদ

সাগর রুনি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হবে: উপদেষ্টা নাহিদ

স্বদেশ ডেস্ক

সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘বিষয়টি নিয়ে নতুন করে তদন্ত করতে হবে। এ ক্ষেত্রে সহায়তা করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।’

আজ রবিবার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা।

এ সময় জুলাই গণহত্যার প্রকৃত চিত্র তুলে ধরে তদন্তে সহায়তার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তথ্য উপদেষ্টা।

তিনি বলেন, ‘গণমাধ্যমে দলীয়করণ করা যাবে না। মানুষের জন্য নিরপেক্ষ সাংবাদিকতার চর্চা হোক। কাজ করতে হবে দলনিরপেক্ষভাবে।’

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের রয়েছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘এর মাধ্যমে মুক্ত গণমাধ্যম নিশ্চিত করা হবে। স্টেক হোল্ডারদের সঙ্গে এ নিয়ে আলোচনা করব।’

তিনি আরও জানান, গণমাধ্যমকর্মী আইনসহ সংশ্লিষ্ট আইনে সমস্যা থাকলে সেটি সংস্কারের পাশাপাশি সেন্সর বোর্ড পুনর্গঠন করা হবে।

উল্লেখ্য, মতবিনিময় সভায় শুরুতে সাংবাদিকসহ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীর আহ্বান জানান তিনি।‘

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877