ব্রিটিশ নির্মাতা রুপার্ট স্যান্ডার্সের নতুন সিনেমা ‘দ্য ক্রো।’ বহুল প্রত্যাশিত সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে আগেই। আর ট্রেলারেই ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল এটি। বার্তা দিয়েছে ভয়ংকর এক গল্পের।
সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন সুইডিশ অভিনেতা বিল স্কারসগার্ড। তার চরিত্রের নাম এরিক। যার একটি সাধারণ জীবন ছিল।
সিনেমায় এরিকের প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন ব্রিটিশ শিল্পী ও অভিনেত্রী এফকে টুইগস। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ড্যানি হুস্টন, জর্ডান বলগার, সাবাস্তিয়ান অর্জকো ও ডেভিড বোলসের মতো তারকা।
সিনেমাটি নির্মাণে খরচ হয়েছে ৫০ মিলিয়ন মার্কিন ডলার। এর গল্প লিখেছেন জেমস ও’বারজ্যাচ, বেলিন উইলিয়াম ও জোসেফ স্নাইডার। ১৬ আগস্ট এটি বিশ্বব্যাপী মুক্তি পাবে। আর মাত্র তিনদিন পরই অবসান হতে চলেছে দর্শকদের অপেক্ষার।