বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০২:৫৪ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রকে সেন্টমার্টিন লিখে দেওয়া নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

যুক্তরাষ্ট্রকে সেন্টমার্টিন লিখে দেওয়া নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

স্বদেশ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের কাছে দেশের কোনো অংশ লিখে দেওয়ার অঙ্গীকার অন্তর্বর্তী সরকার করেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন। আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবারের মতো সংবাদকর্মীদের ব্রিফ করেন পররাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি এমন তথ্য জানান।

ব্রিফিংয়ে সাংবাদিকরা পররাষ্ট্র উপদেষ্টার কাছে শেখ হাসিনার বক্তব্য ‘সেন্টমার্টিন ও বঙ্গোপসাগর যুক্তরাষ্ট্রকে লিখে দেওয়ার’ বিষয়ে জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, ‘সেন্টমার্টিন ও বঙ্গোপসাগর যুক্তরাষ্ট্রকে লিখে দেওয়ার কোনো অঙ্গীকার আমার সরকার বা আমি করিনি।’

শেখ হাসিনা পদত্যাগ করেননি, তার ছেলে জয়ের এমন বক্তব্যের বিষয়ে তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং রাষ্ট্রপতি পদত্যাগপত্র গ্রহণ করেছেন।’

দেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর ছড়িয়েছে সংখ্যালঘুদের ওপর হামলা চলছে। এটি যতটা না ধর্মীয় কারণে, তার থেকেও বেশি রাজনৈতিক কারণে। তার মানে এই না যে আমরা রাজনৈতিক কারণেও কোনো সংঘাত প্রশ্রয় দেব। যারা ভাঙচুর করেছে তাদেরকে শাস্তি দেওয়া হবে।’

ভারত ও বাংলাদেশ সরকারের মধ্যে সোনালি অধ্যায় ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘দুই দেশের সরকারের মধ্যে সোনালি সম্পর্ক থাকলেও, তা সাধারণ মানুষের মধ্যে কতটা বিস্তৃত ছিল সেটি নিয়ে সন্দেহ রয়েছে। আমরা চাই ভারত আমাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে।’

এছাড়া আন্দোলনকে কেন্দ্র করে নিহত-আহতদের পূর্ণাঙ্গ তালিকা করা হচ্ছে বলেও জানান তৌহিদ হোসেন। তাদের যথাযথ সহায়তা দেওয়া এবং আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য সব হাসপাতালকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877