বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৬:২৭ অপরাহ্ন

১০ দিন পর মোবাইল ইন্টারনেট চালু

১০ দিন পর মোবাইল ইন্টারনেট চালু

স্বদেশ ডেস্ক:

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতির কারণে টানা ১০ দিন বন্ধ থাকার পর চালু হয়েছে মোবাইলের ফোরজি ইন্টারনেট সেবা। আজ রবিবার বিকেল ৩টা থেকে সারাদেশে এ সেবা চালু করা হয়।

দেশে সবচেয়ে বেশি ব্যবহৃত ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ ও টিকটক বন্ধ থাকছে। এখনই সামাজিক যোগাযোগমাধ্যমের এই চারটি প্ল্যাটফর্ম চালু করছে না সরকার।

এর আগে আজ বেলা ১১টার দিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) ব্রিফিংয়ে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, বিকেল ৩টার দিকে মোবাইলের ইন্টারনেট সেবা চালু করা হবে।

প্রতিমন্ত্রী জানান, সাম্প্রতিক সময়ে মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় সংযোগ চালুর পর মোবাইল ইন্টারনেট গ্রাহকরা তিন দিনের জন্য ৫ জিবি বোনাস পাবেন। সব অপারেটরের গ্রাহকরাই এই সুবিধা পাবেন।

এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ। এ ছাড়া মোবাইল অপারেটর, বিকাশ, নগদ, রকেট ও উপায় প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন চলাকালে সহিংসতা ছড়িয়ে পড়লে মহাখালীতে খাজা টাওয়ারের ডেটা সেন্টারে ব্রডব্যান্ড ইন্টারনেটের অপটিক্যাল ফাইবারে আগুন লাগার ঘটনা সামনে আসে। এরপর থেকে ইন্টারনেট সেবা ব্যাহত হয়। সবশেষ গত ২৩ জুলাই রাত থেকে পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে চালু হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। প্রাথমিকভাবে অগ্রাধিকার ভিত্তিতে ইন্টারনেট সেবা দেওয়া হয় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও অফিস-আদালতে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877