মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১৯ অপরাহ্ন

ঝিনাইদহে আওয়ামী লীগ নেতা ডিবির হাতে আটক

ঝিনাইদহে আওয়ামী লীগ নেতা ডিবির হাতে আটক

স্বদেশ ডেস্ক:

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যায় জড়িত সন্দেহে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।গতকাল বৃহস্পতিবার রাতে শহরের আদর্শপাড়া থেকে তাকে আটক করে করা হয়।

তবে কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি বাবুর পরিবারের সদস্য ও জেলা পুলিশের কর্মকর্তারা।

এলাকায় গুঞ্জন শোনা যাচ্ছে, সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটত করা হতে পারে। বাবুর পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, আনার হত্যার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীন তার মামাতো ভাই।

এ বিষয়ে বাবুর স্ত্রী কাজী শিরিনা আফরোজ বলেন, আমার স্বামীকে গতকাল ডিবি পুলিশ নিয়ে গেছে। তারা ঢাকা থেকে এসেছিল। তাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম, কেন নিয়ে যাচ্ছেন। তারা শুধু বলেছে, তার সঙ্গে কিছু কথা আছে। এর বেশি কিছু জানি না এবং এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। এ বলেই তিনি দ্রুতই পাশের এক আত্মীয়ের বাসায় ঢুকে পড়েন।

এদিকে শহরের কচাতলা এলাকাসংলগ্ন কাজী কামাল আহমেদ বাবুর বোনের বাসায় গিয়ে কথা হয় তার সঙ্গে। সে সময় বাসার সামনে থাকা বাবুর বড় বোন জেসমিন বলেন, ‘আমরা ৯ ভাইবোন। আমি বড়। গতকাল বাবুকে কেন নিয়ে গেছে, তা আমি জানি না। সকালে বিষয়টি জানতে পেরেছি।’

তবে আক্তারুজ্জামান শাহীনের সঙ্গে বাবুর কী সম্পর্ক জানতে চাইলে তিনি বলেন, ‘শাহীন আমাদের মামাতো ভাই। এটা বলেই তিনিও বাড়ির ভেতরে ঢুকে গেট বন্ধ করে দেন। ’

বিষয়টি নিয়ে আক্তারুজ্জামান শাহীনের ভাই ও কোটচাঁদপুর পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিম বলেন, ‘আমরা বাবুর মামাতো ভাই। তবে খুব আপন সম্পর্কের না।’

জানতে চাইলে ঝিনাইদহ পুলিশ সুপার (এসপি) আজিম উল আহসান বলেন, ‘ঢাকা থেকে ডিবির একটা টিম এসেছিল। তারা কাজী কামাল আহমেদ বাবুকে নিয়ে গেছে। তবে কোন মামলা, কী ঘটনাএসব বিষয়ে তারা কিছুই বলেনি। শুধু আমাদের জানিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছি। আটক করা হয়েছে কি না, এমন তথ্যও তারা বলেনি।’

বিষয়টি নিয়ে এমপি আনার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের মোবাইল ফোনে কল করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। আমার কাছে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই।’

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান আছাদ জানান, যেহেতু এটা তদন্তাধীন বিষয়। সুতরাং, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে নির্দিষ্ট কোনো তথ্য না আসলে কোনো মন্তব্য করা যাচ্ছে না।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877