স্বদেশ ডেস্ক:
জিয়াউর রহমান ছাড়া অন্য কোনো সেক্টর কমান্ডার যুদ্ধক্ষেত্রে ছিলেন না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণদোয়ারপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
মির্জা আব্বাস বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা, যিনি শুধু স্বাধীনতার ঘোষণা দিয়েই ক্ষান্ত হন নাই। তিনি নিজে যুদ্ধক্ষেত্রে থেকে যুদ্ধ করেছেন। অন্যান্য সেক্টর কমান্ডাররা ঘরে বসেই যুদ্ধ পরিচালনা করেছেন। কিন্তু একমাত্র আমাদের শহীদ রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সাহেব বাংলাদেশের অভ্যন্তরে সিলেটে উনি যুদ্ধ করেছেন সরাসরি নিজেই।’
তিনি আরও বলেন, ‘আজকে জিয়াউর রহমান সাহেবের নাম শুনলেই গাত্রদাহ হয়। কারণ, যেই কাজটা তাদের করার কথা ছিল, ওই কাজটা জিয়াউর রহমান করে ফেলেছে। এটা জিয়াউর রহমান সাহেবের অপরাধ।’
বিএনপির এই নেতা বলেন, ‘যারা ভাবে বিএনপি নাই কিংবা থাকবে না, তাদের মুখে ছাই দিয়ে বিএনপি টিকে আছে এবং বিএনপি টিকে থাকবে। বিএনপি মানুষের মগজে-মননে টিকে আছে, টিকে থাকবে। এই দেশকে সকল বালা-মুসিবত থেকে রক্ষা করবে। বিএনপির হাতেই একমাত্র বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ। কারণ, এই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি দেশকে স্বাধীন করেছিলেন।’
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও সদস্যসচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ আরও অনেকে।