স্বদেশ ডেস্ক:
পিরোজপুরে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে গাছচাপায় তিনজন ও পানিতে ডুবে দু’জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে পিরোজপুর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
গাছের নিচে চাপা পড়ে পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নে জাকির হোসেন (৫৫), তেলিখালী ইউনিয়নে মাজেদা বেগম ও ইন্দুরকানী উপজেলায় চানবরু বেগমের (৭৫) মৃত্যু হয়। এছাড়া পানিতে ডুবে মৃত্যু হয়েছে ভাণ্ডারিয়া পৌরশহর এলাকায় দিহান (৩) নামে এক শিশুর ও পিরোজপুর সদর উপজেলার ঝাটকাঠি একালায় মো: হাসান নামে এক যুবক।