স্পোর্টস ডেস্ক:
এবার টি-২০ লিগ খেলতে নামবেন কিংবদন্তী ক্রিকেটাররা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ২২ গজ মাতানো অবসরে যাওয়া ক্রিকেটাররা আবারো মাঠে নামতে যাচ্ছেন ব্যাট-বল হাতে। এই তালিকায় আছেন ভারতের শচীন টেন্ডুলকার এবং ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারার মতো তাবড় তাবড় ক্রিকেটাররা।
প্রশ্ন আসতে পারে, এই বয়সে কেন টি-২০ লিগের মতো ঝড়ো টুর্নামেন্টটি খেলতে যাচ্ছেন তারা?
জবাব, চলতি টি-২০ লিগের মতো তরুণ ক্রিকেটাররাদের সাথে লড়তে যাবেন না তারা। এই দলের সবাই অবসরপ্রাপ্ত ক্রিকেটার। যারা তাদের সময়টায় দুর্দান্ত পারফরমেন্সের কারণে ‘খবরের শিরোনাম’ হতেন।
আর এ টুর্নামেন্টটি প্রচলিত টুর্নামেন্টের মতো হবে না। বিশেষ কারণে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। কারণটি হলো, নিরাপদ সড়ক। আর টুর্নামেন্টের নাম ‘রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ’।
আগামী ২০২০ সালের ফেব্রুয়ারি মাসের ২-১৬ তারিখের মধ্যে ভারতের মুম্বাইয়ে এটি অনুষ্ঠিত হবে।
দলগুলো হলো, ইন্ডিয়া লিজেন্ডস, অস্ট্রেলিয়া লিজেন্ডস, সাউথ আফ্রিকা লিজেন্ডস, শ্রীলঙ্কা লিজেন্ডস এবং ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস।
পাঁচটি দেশের ১১০ জন কিংবদন্তী ইতোমধ্যে টুর্নামেন্টে অংশ নিতে সম্মতি জানিয়েছেন।
প্রথম আসরে কেবল টেস্ট-প্লেয়িং দেশগুলোই এই টুর্নামেন্টে অংশ নিবে।
– ক্রিকইনফো