মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৬:১২ পূর্বাহ্ন

ইউএস-বাংলার এয়ারবাস ৩৩০ এয়ারক্রাফটের সফল পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন

ইউএস-বাংলার এয়ারবাস ৩৩০ এয়ারক্রাফটের সফল পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন

স্বদেশ ডেস্ক

ইউএস-বাংলার এয়ারবাস ৩৩০-৩০০ এয়ারক্রাফটের সফল পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন হয়েছে। গতকাল ররিবার ইউএস-বাংলা এয়ারলাইন্সে নতুন সংযোজিত ৪৩৬ আসনের বৃহদাকার এয়ারক্রাফটির পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করা হয়।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের ১০ বছরের যাত্রাপথে ৩১ মার্চ, ২০২৪ তারিখটি বাংলাদেশের আকাশ পরিবহনে এক যুগান্তকারী ঘটনার সাক্ষী হয়ে থাকবে।

পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনার অংশ হিসেবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২১০ জন কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে বিকেল ৪টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্দেশে যাত্রা করে এয়ারবাস ৩৩০-৩০০ এয়ারক্রাফটি। একইদিন বিকেল ৫টা ৫৫ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে ঢাকার উদ্দেশে যাত্রা করে।

দ্রুতগতিসম্পন্ন এয়ারবাসটি ঢাকা থেকে চট্টগ্রামে যেতে সময় লেগেছে মাত্র ৩০ মিনিট। চট্টগ্রাম ও ঢাকায় অবতরণ করার সময় উড়োজাহাজে অবস্থানকারী যাত্রীরা করতালির মাধ্যমে ককপিট ক্রুদের অভিনন্দন জানান।

ইউএস-বাংলা জানিয়েছে, এয়ারবাস ৩৩০-৩০০ এয়ারক্রাফট দিয়ে খুব শিগগিরই ইউএস-বাংলার ঢাকা-দুবাই, ঢাকা-কুয়ালালামপুর রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ছাড়া দ্রুততম সময়ে ঢাকা থেকে জেদ্দা রুটে এয়ারবাস ৩৩০-৩০০ দিয়ে ইউএস-বাংলা ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে।

আগামী দুই মাসের মধ্যে ইউএস-বাংলার বহরে আরও একটি এয়ারবাস ৩৩০-৩০০ এয়ারক্রাফট যুক্ত হতে চলেছে। বর্তমানে ইউএস-বাংলার বহরে মোট ২৩টি এয়ারক্রাফট রয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877