শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন

জমে উঠেছে রাজ-বুবলীর প্রেম ভালোবাসা

জমে উঠেছে রাজ-বুবলীর প্রেম ভালোবাসা

স্বদেশ ডেস্ক

একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শরীফুল রাজ ও শবনম বুবলী। অনেকটাই চুপিসারে তারা শেষ করেছেন নতুন সিনেমার শুটিং। আর প্রথম ঝলকে এই দুই তারকাকে পাওয়া গেছে ভিন্ন এক রূপে। ‘দেয়ালের দেশ’ হতে যাচ্ছে রাজ-বুবলীর অন্যরকম একটি সিনেমা।

গেল ২৩ মার্চ টিজার প্রকাশের পর এবার প্রকাশ্যে এসেছে সিনেমার প্রথম গান। যেটা উন্মুক্ত করা হয়েছে গতকাল শনিবার বিকালে। টিজারে যে আভাস দিয়েছিলেন তরুণ নির্মাতা মিশুক মনি গানেও তার কমতি রাখেননি, বজায় রেখেছেন ধারাবাহিকতা।

‘বেঁচে যাওয়া ভালোবাসা’ শিরোনামে গানটির কথা লিখেছেন রোহিত সাধু খাঁন। সুর-সংগীত করেছেন ইমন চৌধুরী। গেয়েছেন মাহতিম সাকিব ও অবন্তী সিঁথি। গানটির চিত্রনায়নে উঠে এসেছে এর মূল দুই চরিত্রের অভিনয়শিল্পী শরীফুল রাজ ও শবনম বুবলীর প্রেম রসায়ন। রয়েছে পাওয়া না পাওয়ার হাহাকারও।

‘দেয়ালের দেশ’ সিনেমায় রাজ-বুবলী ছাড়াও আছেন আজিজুল হাকিম, শাহাদাত হোসেন, সমাপ্তি মাশুক, স্বাগতা প্রমুখ। এটি নির্মিত হয়েছে মেট্রো সিনেমার ব্যানারে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877