শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৬:০২ পূর্বাহ্ন

ট্রাম্পের সতর্কবার্তা: গাজা যুদ্ধে সমর্থন হারাচ্ছে ইসরায়েল

ট্রাম্পের সতর্কবার্তা: গাজা যুদ্ধে সমর্থন হারাচ্ছে ইসরায়েল

স্বদেশ ডেস্ক:   

গাজা যুদ্ধে ইসরায়েল ক্রমেই সমর্থন হারাচ্ছে বলে সতর্ক করে দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৫ মার্চ, সোমবার প্রকাশিত এক সাক্ষাতকারে ইসরায়েলের প্রতি এই সতর্কবার্তা দিয়েছেন তিনি। চলমান এ যুদ্ধ শেষ করার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন সাবেক এই প্রেসিডেন্ট।

সোমবার গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাস হয়। যুক্তরাষ্ট্র এতে ভোট দানে বিরত ছিল। এ ধরনের পরিস্থিতির মধ্যেই ট্রাম্পের এই মন্তব্যটি সামনে এলো।

ইসরায়েলি পত্রিকা ইসরায়েল হায়োমকে দেওয়া একটি সাক্ষাতকারে ট্রাম্প বলেছেন, ‘আপনাদের এই যুদ্ধ শেষ করতে হবে। যেকোনো উপায়েই হোক এটি অবশ্যই শেষ করতে হবে।’

তিনি আরও বলেছেন, ‘আমি ইসরায়েলি কর্তৃপক্ষকে খুব সতর্ক থাকতে বলব। কারণ আপনি বিশ্বের বেশিরভাগ দেশের সমর্থন হারাচ্ছেন। আপনাকে যুদ্ধ শেষ করতে হবে, আপনাকেই কাজটি করতে হবে।’

ইসরায়েল হায়োমকে ট্রাম্প জানিয়েছেন, হামাসের আন্তঃসীমান্ত হামলার পর ইসরায়েল যেমন ক্ষুব্ধ ছিল তার অনুভূতিও তেমনই ছিল।  তবে গাজা যুদ্ধ নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। কারণ ইসরায়েলি হামলায় এই উপত্যকার বেশিরভাগ অংশই ধ্বংস হয়ে গেছে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘ইসরায়েলি সামরিক বাহিনীর তাদের হামলার ফুটেজ প্রকাশ করা উচিত ছিল না। কারণ হামলার ভয়াবহতা দেখার পর ইসরায়েলের পক্ষে মানুষের সমর্থন কমে গেছে।’

উল্লেখ্য, ট্রাম্প প্রায়শই নিজেকে ইসরায়েলের একজন কট্টর মিত্র হিসাবে দাবি করে থাকেন। তার শাসনামলে অধিকৃত জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের ঘোষণা দেওয়া হয়। এর আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট এ ধরনের পদক্ষেপ নেওয়ার সাহস পাননি। এছাড়া ২০২০ সালে তার মধ্যস্থতায় আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করেছিল সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো এবং সুদান। এর মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে আরব এই দেশগুলো।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877