স্বদেশ ডেস্ক:
রমজানের আগে পেঁয়াজের দাম লাফিয়ে ৯০-১০০ টাকা কেজিতে পৌঁছেছিল। এতে করে ভোক্তাদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। এর জেরে ভারত থেকে পেঁয়াজ আমদানির বিশেষ উদ্যোগ নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এখন বাজারে হালি জাতের পেঁয়াজ আসতে শুরু করায় সরবরাহ বেড়েছে। ফলে পেঁয়াজের দাম কেজিপ্রতি ৩০ টাকা কমেছে।
ঢাকার মালিবাগ, মগবাজার, কারওয়ান বাজার এবং শ্যামবাজারের খুচরা বাজারে খোঁজ নিয়ে জানা গেছে পাইকারি বাজারে পেঁয়াজের দাম কেজিপ্রতি ৪৫-৫৫ টাকায় নেমে এসেছে। খুচরা বাজারে কেজি বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকায়। দরকষাকষি করলে দাম আরও কমানো সম্ভব। কারওয়ান বাজারের মতো বড় পাইকারি বাজারগুলোতে পাঁচ কেজি পেঁয়াজ কিনলে কেজিপ্রতি মাত্র ৫৫ টাকায় পাওয়া যাচ্ছে।
সপ্তাহখানেক আগেও খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ৯০ থেকে ১০০ টাকা। খুচরা ব্যবসায়ী শফিকুল ইসলাম জানান, ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে চাষীরা হালি পেঁয়াজ আগাম তুলতে শুরু করেছেন। ফলে বাজারে পেঁয়াজের সরবরাহ বেড়ে যায় এবং দাম কমে আসে।
বাংলাদেশে উৎপাদিত পেঁয়াজের বেশিরভাগই হালি জাতের, যা সাধারণত মার্চ মাসে বাজারে আসে। মুরিকাটা নামে আরেক জাতের পেঁয়াজ রয়েছে যেগুলোর ফলন কম হয় এবং সামান্য পরিমাণে আগেই বাজারে চলে আসে।