শনিবার, ২৬ অক্টোবর ২০২৪, ১০:৩২ অপরাহ্ন

আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ

আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ

স্বদেশ রিপোর্ট: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ (২১) হত্যার প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ করেছে প্রবাসী বাংলাদেশীরা। ১৩ অক্টোবর স্থানীয় সময় সন্ধ্যা ৭টা বাংলাদেশ সময় (ভোর ৫টা) নিউইয়র্কে বাংলাদেশী অধ্যুষিত এলাকার অন্যতম ব্রুকলিনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ‘বাংলাদেশী আমেরিকান প্রগ্রেসিভ ফোরাম (বাপফ)। বিক্ষোভ সমাবেশে মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার সঙ্গে জড়িত ছাত্রলীগ নেতাদের বিচারের দাবি করে তারা বলেছেন, ‘আবরার হত্যার পেছনে ছাত্রলীগের অতিমাত্রায় ভারতপ্রেম প্রেরণা জুগিয়েছে। দেশপ্রেমিক আবরারের ভারতবিদ্বেষী স্ট্যাটাস দেয়ার কারণে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।’
ফ্যাসিবাদি এ আচরণের কড়া মাশুল দিতে হবে বলে তিনি হুশিয়ার করে বলেন, জালেমের ক্ষমতা চিরদিন টিকে থাকে না। মাজলুমানের এই হাহাকার ক্ষমতার মসনদকে ভেঙে চুরমার করে দিবে ইনশাআল্লাহ। বক্তারা বলেন, মুখে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বলে ক্ষমতাসীন আওয়ামী সরকার জাতির সাথে প্রতারণা করছে। ক্ষমতা কুক্ষিগত রাখতে একদিকে তারা দেশের অভ্যন্তরে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করছে। অপরদিকে, দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে একের পর এক দেশবিরোধী চুক্তি করে যাচ্ছে। সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকীর মুখে। ভারতের সাথে দেশের স্বার্থ চুক্তির বিরোধিতা করে ফেইসবুকে স্ট্যাটাস দেয়ায় সরকার দলীয় সন্ত্রাসীরা বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেছে।” সত্যিই এটা লজ্জার বিষয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা বাংলাদেশ গড়বে, পৃথিবী গড়বে তাদের জীবন আজ বিপর্যয়ের মুখে। ছাত্রলীগ সন্ত্রাসীরা দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে আজ সন্ত্রাসের কেন্দ্রে পরিণত করেছে। অবিলম্বে আববার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বাংলাদেশ ছাত্রলীগকে ব্যান্ড করার দাবী জানান তারা। সমাবেশে বক্তব্য রাখেন সংগফনের সভাপতি মুক্তিযোদ্ধা প্রফেসর নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, শিক্ষাবিদ আবুসামীহাহ সিরাজুল ইসলাম, কমিউনিটি লিডার নূরুল আনোয়ার, মাওলানা সিহাব উদ্দিন, যুক্তরাষ্ট্র জাগপার সভাপতি এএইচ এম রহমত উল্যাহ ভূইয়া প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877