শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৫:১৯ পূর্বাহ্ন

জলদস্যুদের হাতে বন্দীদের মুক্তিতে জরুরি পদক্ষেপ চায় নাবিক জয়ের পরিবার

জলদস্যুদের হাতে বন্দীদের মুক্তিতে জরুরি পদক্ষেপ চায় নাবিক জয়ের পরিবার

স্বদেশ ডেস্ক:

সোমালিয়ান জলদস্যুদের হাতে বন্দী হওয়া বাংলাদেশী জাহাজ এমভি আব্দুল্লাহতে কর্মরত নাটোরের জয় মাহমুদের পরিবারের প্রতিটা মুহূর্ত কাটছে উৎকণ্ঠায়। অর্ডিনারি নাবিক হিসেবে কর্মরত জয় মাহমুদের বাড়ি নাটোরের বাগাতিপাড়া উপজেলার সালাইনগর গ্রামে।

মঙ্গলবার (১৩ মার্চ) দুপুরে ভারত মহাসাগর থেকে জাহাজটিকে আটক করে জলদস্যুরা। বন্দী করা হয় জয়সহ জাহাজের ২৩ জনকে। জলদস্যুদের কবলে পড়ার মুহূর্তে জয় তার চাচাত ভাই মারুফকে জানিয়েছিলেন পরিস্থিতির ভয়াবহতার কথা। তবে মা-বাবাকে জানাতে নিষেধ করেছিল। কিন্তু চাপা থাকেনি সে কথা।

স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের মাধ্যমে খবর পায় পরিবার। একমাত্র ছেলের বন্দীদশার কথা শোনার পর থেকে বাবা জিয়াউর রহমান ও মা আবিদা বেগমের চোখে ঘুম নেই। তারা চান তাদের সন্তানসহ জাহাজের সবাইকে উদ্ধারে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে সরকার ও জাহাজ কর্তৃপক্ষ।

নাটোরের জয় মাহমুদ গত বছরের ২৯ নভেম্বর জাহাজটিতে যোগদান করে। জাহাজে বন্দী ২৩ জনের মধ্যে চট্টগ্রামের ১১ জন, নোয়াখালীর দু’জন। এছাড়া নাটোর, নওগাঁ, ফরিদপুর, ফেনী, লক্ষ্মীপুর, বরিশাল, নেত্রকোণা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও খুলনার নাবিক রয়েছেন।
সূত্র : ইউএনবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877