রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:২৯ অপরাহ্ন

পর্দা নামল বইমেলার, বিক্রি ৬০ কোটি টাকা

পর্দা নামল বইমেলার, বিক্রি ৬০ কোটি টাকা

স্বদেশ ডেস্ক:

অমর একুশে বইমেলার শেষ দিন ছিল আজ শনিবার। এবার বিক্রি হয়েছে ৬০ কোটি টাকার বই। আর প্রকাশিত হয়েছে ৩ হাজার ৭৫১টি নতুন বই।

গত বছরের বইমেলায় বিক্রি হয়েছিল ৪৭ কোটি টাকার বেশি বই। আর প্রকাশিত বইয়ের সংখ্যা ছিল ৩ হাজার ৭৩০টি। একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠানে এসব তথ্য জানান বাংলা একাডেমির উপপরিচালক শাহেদ মমতাজ।

বাংলা একাডেমিতে ৩১ দিনের বইমেলার সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, ‘পৃথিবী ঘুরে এমন একটি বইমেলা কেউ খুঁজে পাবেন না। এই বইমেলা আমাদের আবেগের এবং জাতিসত্তার মেলা। গত বছরের তুলনায় এবার ১৩ কোটি টাকার বেশি বই বিক্রি বেড়েছে। পহেলা মার্চ পর্যন্ত মেলায় দর্শনার্থীর সংখ্যা ৬০ লাখের কাছাকাছি ছিল। ২ মার্চ পর্যন্ত নতুন বই এসেছে ৩ হাজার ৭৫১ টি। যেখানে গত বছর ছিল ৩ হাজার ৭৩০টি। মোড়ক উন্মোচন হয়েছে ৬০০ বইয়ের। যুগ যুগ ধরে এই মেলার বেঁচে থাকবে হাজারো মানুষের মধ্যে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877