শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন

কেন আকাশ মেঘে ঢাকা

কেন আকাশ মেঘে ঢাকা

স্বদেশ ডেস্ক:

ভোর থেকেই ঢাকার আকাশটা কেমন মেঘলা মেঘলা। কুয়াশাও ছিল সাথে। ঠাণ্ডা বাতাস বইছিল, যেন বৃষ্টির আভাস দিচ্ছে। যে পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া অধিদফতরও।

সোমবার রাতে আবহাওয়ার সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার বৃষ্টি হতে পারে। সেইসাথে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

এতে আরো বলা হয়, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো: শাহিনুল ইসলাম বলেন, বছরের এই সময়ে সাধারণত কিছুটা বৃষ্টি হয়ে থাকে। এখন বিভিন্ন স্থানে আকাশ কিছুটা মেঘলা আছে। সন্ধ্যার দিকে সামান্য পরিমাণ বৃষ্টি হতে পারে। দুই থেকে তিন দিন এই পরিস্থিতি চলতে পারে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877