শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৫:০৩ পূর্বাহ্ন

মির্জাপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪

মির্জাপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪

স্বদেশ ডেস্ক:

টাঙ্গাইলের মির্জাপুরে ত্রিমুখী সংঘর্ষে সিএনজি অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন।

রোববার বিকেলে সাড়ে ৪টার দিকে গোড়াই-সখিপুর সড়কের উপজেলার বাঁশতৈল তেলিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানিয়েছে, গোড়াই থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান তক্তারচালা থেকে আসা একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সিএনজিটির পেছনে থাকা অপর একটি ট্রাকও সিএনজিটিকে চাপা দিলে ত্রিমুখী সংঘর্ষে রূপ নেয়। এতে ঘটনাস্থলেই তিনজন এবং হাসপাতালে নেয়ার পথে একজনসহ মোট চারজন যাত্রী নিহত হন।

নিহতদের মধ্যে সিএনজিচালক বাশতৈল ইউনিয়নের তালতলা গ্রামের সমেজ উদ্দিনের ছেলে নাজমুল রয়েছেন। অন্যরা হলেন- তেলিনা গ্রামের তারা মিয়ার স্ত্রী রহিমা বেগম, মির্জাপুর উপজেলার ভাতগ্রাম গ্রামের বিদ্যুৎ মিয়ার ছেলে আকাশ মিয়া (৩০), উপজেলার গায়রাবেতিল গ্রামের মৃত ইউসুফের ছেলে লুৎফর রহমান ওরফে মইজুদ্দিন (৪০)।

নিহত সবাই সিএনজির যাত্রী ছিল বলে বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক হুমায়ূন কবীর জানিয়েছেন।

এ ব্যাপারে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: রেজাউল করিম জানান, পিকআপ, সিএনজি ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। গাড়িগুলো জব্দ করা হয়েছে। ড্রাইভারদের আটক করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877