রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৯ অপরাহ্ন

আবু ধাবিতে মন্দির উদ্বোধন করলেন মোদি

আবু ধাবিতে মন্দির উদ্বোধন করলেন মোদি

স্বদেশ ডেস্ক:

ভারতের উত্তর প্রদেশের অযোধ্যার পর এবার পশ্চিম এশিয়ার মুসলিম রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতে মন্দিরের উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দু’দিনের সংযুক্ত আরব আমিরাত সফরের দ্বিতীয় দিনে বুধবার আবু ধাবিতে বিএপিএস (বোচাসনবাসি শ্রী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা)-এর উদ্যোগে তৈরি হিন্দু মন্দিরের উদ্বোধন করেন তিনি। সেখানে হাজির ছিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার, বিবেক ওবেরয় এবং গায়ক শঙ্কর মহাদেবন।

আবু ধাবিতে এটিই প্রথম হিন্দু মন্দির। সংযুক্ত আরব আমিরাতে দ্বিতীয়। ওই দেশের বৃহত্তম শহর দুবাইয়ে রয়েছে একটি মন্দির। উল্লেখ্য, মোদি ক্ষমতায় আসার পরেই আবু ধাবিতে মন্দির গড়া নিয়ে আলোচনা শুরু হয়েছিল। ২০১৫ সালে সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়েছিলেন মোদি। তার পরই ওই দেশের সরকার ঘোষণা করে, তারা হিন্দু মন্দির গড়ার জন্য ২০ হাজার বর্গ মিটার জমি বরাদ্দ করবে আবু ধাবির শেখ জায়েদ হাইওয়ের পাশে আবু মুরেইখায়।

জমি পাওয়ার পরেই বিএপিএস মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছিল। গত ডিসেম্বরে স্বামীনারায়ণ সংস্থার প্রতিনিধি স্বামী ঈশ্বরচরণদাস এবং স্বামী ব্রহ্মাভিহরিদাস দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে মন্দির উদ্বোধনের জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। মোদি তাদের আল ওয়াথবায় যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। দু’দিনের আমিরাত সফরে গিয়ে মঙ্গলবার মোদি বৈঠক করেছিলেন ওই দেশের প্রেসিডেন্ট মোহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে। বুধবার দ্বিপক্ষীয় প্রতিনিধি স্তরের বৈঠকে আমিরাতের বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রে ভারতীয় সংস্থাগুলোর অংশগ্রহণ এবং আরব সাগরের অঞ্চলের নিরাপত্তায় দু’দেশের সহযোগিতার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের খবর।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877