স্বদেশ ডেস্ক:
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাইরের হস্তক্ষেপের বিরোধিতা ও বিচার বিভাগের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের প্রতি দৃঢ়ভাবে সমর্থন দিচ্ছে চীন।
বৃহস্পতিবার আইনমন্ত্রী আনিসুল হকের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তাকে অভিনন্দন জানানোর পর রাষ্ট্রদূত এ কথা বলেন।
ইয়াও বলেন, চীন দুই দেশের মধ্যে বিচারিক অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা আরো গভীর করতে ইচ্ছুক।
এ সময় উপস্থিত ছিলেন লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব ও দূতাবাসের রাজনৈতিক পরিচালক ড. হাফিজ আহমদ চৌধুরী।
সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশকে দীর্ঘমেয়াদি দৃঢ় সমর্থন এবং বাইরের হস্তক্ষেপের বিরোধিতা করার জন্য চীনকে ধন্যবাদ জানান আইনমন্ত্রী।
তিনি বাংলাদেশের জাতীয় উন্নয়নে সহযোগিতা ও অবদানের জন্য চীনের প্রশংসা করেন। আইনমন্ত্রী বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে ঐতিহ্যবাহী বন্ধুত্ব দু’দেশের মধ্যে বিচার বিভাগীয় সহযোগিতার সুনির্দিষ্ট ভিত্তি স্থাপন করেছে।
বিচার বিভাগীয় সহযোগিতায় চীনের সাথে বন্ধুত্বপূর্ণ আদান-প্রদান জোরদার করতে বাংলাদেশ আগ্রহী বলেও জানান মন্ত্রী।
সূত্র : ইউএনবি