স্বদেশ ডেস্ক:
তিন কেজি কোকেনসহ গ্রেপ্তার পেরুর নাগরিক জোয়ান পাভলু রাফায়েল জাগাচিটা ওরফে এলভারাডোর যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।আজ বুধবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
২০১৩ সালের ১১ জুন ইন্টারপোলের সহায়তায় রাজধানী তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার বেস্ট ওয়ের্স্টান লা ভিঞ্চি হোটেলের সপ্তম তলার ৭০৭ নং কক্ষ থেকে এ আসামিকে গ্রেপ্তার করা হয়।
ওই সময় তার ট্রাভেলিং ব্যাগের ভেতর বিশেষভাবে রক্ষিত পাতলা পলিথিনে প্যাকেটকৃত এবং ফয়েল পেপারে মোড়ানো কালো স্কচটেপ দিয়ে প্যাঁচানো তিনটি লম্বা প্যাকেটে তিন কেজি কোকেন, ২০ মার্কিন ডলারের ৩১টি নোট উদ্ধার করা হয়।
আন্তর্জাতিক মাদক পাচারকারী দলের সক্রিয় সদস্য এ আসামি ওই কোকেন নিয়ে পেরু থেকে ইকুয়েডর, পানামা, রিওডিজেনেরিও ও দুবাই হয়ে ঢাকায় আসেন।