সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:২৯ অপরাহ্ন

ইসরাইলকে গাজায় গণহত্যা বন্ধ করতে বলল আন্তর্জাতিক আদালত

ইসরাইলকে গাজায় গণহত্যা বন্ধ করতে বলল আন্তর্জাতিক আদালত

স্বদেশ ডেস্ক:

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গণহত্যা বন্ধে পদক্ষেপ নিতে ইসরাইলকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিজে)।

নেদারল্যান্ডের হ্যাগে অবস্থিত এ আদালত শুক্রবার এ আদেশ দেয়।

আদালত বলেছে, ইসরাইলকে এটা নিশ্চিত করতে হবে যে তার বাহিনী গাজায় কোনো গণহত্যা করবে না এবং অভিযোগ উঠা গণহত্যার প্রমাণ সংরক্ষণও নিশ্চিত করবে।

এর আগে আইসিজে বলেছে যে তাদের এ মামলার বিচারের এখতিয়ার রয়েছে এবং দক্ষিণ আফ্রিকা এ মামলা পরিচালনা করতে পারে।

আদালতের চেয়ারম্যান দনোঘু বলেছেন, গাজায় গণহত্যার জন্য ইসরাইলকে অভিযুক্ত করে মামলাটি আদালত ফেলে দেবে না।

আদালত বলেছে, ইসরাইলের সামরিক অভিযানের ফলে বিপুল সংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে। চালানো হয়েছে বড় ধরনের ধ্বংসযজ্ঞ। বাস্তুচ্যুত হয়েছে বেশিরভাগ মানুষ। ধ্বংস করা হয়েছে সরকারি স্থাপনাগুলোও।

আদালতের চেয়ারম্যান জাতিসঙ্ঘের সিনিয়র কর্মকর্তা মার্টিন গ্রিফিথের মন্তব্য উদ্ধৃত করে বলেন, ‘গাজা মৃত্যু ও হতাশার স্থানে পরিণত হয়েছে।’

সূত্র : আলজাজিরা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877