স্বদেশ ডেস্ক:
এবারের অস্কার মনোনয়ন যেমন নয়া রেকর্ড গড়ার তেমনি আলোচিত তারকা এবং সিনেমার বাদ পড়াও বেশ চোখে পড়ার মতো। যা নিয়ে এরইমধ্যে অস্কার বয়কটসহ নানা জল্পনা শুরু হয়েছে।
মার্টিন স্করসিসের ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’-এ ক্যারিয়ারের সেরা অভিনয় করেছেন ডিক্যাপ্রিও!—এমন মতামত ছিল অনেক সমালোচকের। কেউ কেউ মনে করেছিলেন এই ছবির মাধ্যমেই দ্বিতীয় অস্কার হাতে উঠবে অভিনেতার। কিন্তু মনোনয়নেই নেই তার নাম!
শুধু তাই নয়, সেরা অভিনেত্রীর ক্যাটাগরিতে ‘বার্বি’ তারকা মারগট রবির নাম খুঁজে না পেয়ে অবাক হয়েছেন অনেকেই। মনোনয়ন মেলেনি ছবিটির নির্মাতা গ্রেটা গারউইগেরও। তাদের বাদ পড়ায় মনোনয়ন পেয়েও খুশি হতে পারছেন না ফেরেরা এবং রায়ান গসলিং। তারা সেরা সহ-অভিনেত্রী ও সেরা সহ-অভিনেতা শাখায় মনোনয়ন পেয়েছেন।
এছাড়াও অবাক করা বিষয় হলো সেরা নির্মাতা শাখায় মনোনয়ন পাননি ‘মায়েস্ত্রো’ নির্মাতা ব্র্যাডলি কুপার। তবে সেরা ছবি, সেরা অভিনেতা এবং সেরা মৌলিক চিত্রনাট্য শাখায় মনোনয়ন পেয়েছেন তিনি। এ বিষয়টিকে চিহ্নিত করে অনেকে বলছেন, এবারের অস্কারের চূড়ান্ত মনোনয়নে সবদিক ব্যালেন্স করা হয়েছে!