স্বদেশ ডেস্ক:
জাতীয় পার্টি (জাপা) থেকে পদত্যাগ করেছেন ৬৬৮ জন নেতা-কর্মী। এই নেতারা জাপার বর্তমান নেতৃত্বকে বাদ দিয়ে নতুন করে দল গঠনের ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাদের গণপদত্যাগপত্রে স্বাক্ষর করেন জাপার এই নেতা–কর্মীরা।
এতে নেতৃত্ব দেন জাপার সভাপতিমণ্ডলীর সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম। তবে সম্প্রতি তাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
পদত্যাগকারী এই নেতারা ঢাকা মহানগর উত্তরের ৯টি থানা এবং এর আওতাধীন বিভিন্ন ওয়ার্ড কমিটিতে রয়েছেন। থানাগুলো হচ্ছে- হাতিরঝিল, মোহাম্মদপুর, শেরেবাংলা, আদাবর, তেজগাঁও, পল্লবী, মিরপুর, বাড্ডা ও রূপনগর।
তারা জাপা চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হকের (চুন্নু) বিরুদ্ধে দলে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেছেন।